
থ্রি এ এম PDF by সালমান হক | 3:00 am by Nick Pirog Review & PDF
প্রিয় পাঠক ও পাঠিকা! সকলে কেমন আছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে নিক পিরোগ এর লিখিত থ্রি এ এম PDF বইটি নিয়ে। বই টি বাংলায় অনুবাদ করেছেন সালমান হক। 3:00 am Book টি কি নিয়ে বইটির মধ্যে কি কি বিষয় নিয়ে লেখা সেগুলোই আলোচনা করব। এবং থ্রি এ এম PDF ও সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে।
বইটি আপনারা কোথা থেকে কিনতে পারবেন বইটির দাম কত এই সমস্ত বিষয় গুলো আজকের আর্টিকেলে জানতে পারবেন। তাহলে চলুন থ্রি এ এম বইটি নিয়ে আলোচনা শুরু করা যাক।
থ্রি এ এম by সালমান হক
থ্রি এ এম এই বইটি মূলত রহস্য, গোয়েন্দা, ভৌতিক, মিথ, থ্রিলার, এবং অ্যাডভেঞ্চার এই সমস্ত বিষয় গুলো নিয়ে অনুবাদ করা একটি বই। এখন পর্যন্ত আমি যতগুলো উপন্যাস পড়েছি তার চরিত্র সম্পর্কে জেনেছি তার মধ্যে অন্যতম এবং অদ্ভুত ও বিস্ময়কর চরিত্র হল হেনরি বিনস! থৃলার এই উপন্যাসের যিনি নায়ক আছেন তার নাম হলো নাম হেনরি বিনস, যার কাছে রয়েছে হেনরি বিনস সিন্ড্রোম। একটি মেডিকাল কন্ডিশন। যাতে মানুষেরা 23 ঘণ্টা পর্যন্ত ঘুমাতে পারে এবং একঘন্টা পর্যন্ত জেগে থাকতে পারে।
সে রাত ৩টা হতে শুরু করে ৪টা পর্যন্ত এই 1 ঘন্টাই জেগে থাকে। এই সময়ের মধ্যেই সে তার দৈনন্দিন জীবনের যাবতীয় যে সমস্ত কাজ গুলো রয়েছে সেগুলো করে ফেলে। অদ্ভুত ভাবে সে এই ১ঘন্টার মধ্যেই যাবতীয় সকল কাজের সঙ্গে আবার নিউজ পড়া,বই পড়া, ইউটিউব,ফেসবুক ব্রাউজিং করা ,শেয়ার বাজার বিজনেস,প্রেম সবকিছু করে ফেলতেছেন!
কিন্তু সমস্যা হল একদিন তার এই 1 ঘন্টার নরমাল জীবন বিঘ্নিত হয়ে যায় এবং পাশে পাশের বাসার ১ মহিলার চিৎকার এর কারণে। সে উঁকি দিয়ে দেখতে পারে যে বাসার সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে খুনী। কিন্তু খুনীর চেহারা দেখার পর এসে চমকে উঠে। কারণ তিনি ছিলেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট।
শুরু হয়ে যায় তার অদ্ভুত মার্ডার ইনভেস্টিগেশন। তারপরে সে ওই ১ঘন্টা জেগে থাকা মানুষটাই অদ্ভুত সেই খুনের রহস্য খুঁজতে থাকে। আশা করি বুঝতে পেরেছেন বইটির মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে।
বইটি কোথা থেকে সংগ্রহ করবেন ?
এটি একটি থ্রিলার বই , তাই আপনি যদি এই রিলেটেড বই পড়তে পছন্দ করেন তাহলে এই বইটি পড়তে পারেন। আশা করি বইটি আপনাদের অনেক ভালো লাগবে। এই বইটি আপনারা রকমারি অথবা আপনার নিকটস্থ লাইব্রেরী কিংবা বইয়ের দোকান থেকে কিনতে পারেন। বইটি রকমারি হতে সংগ্রহ করতে এখানে অনুসরণ করুন। এই বইটি আপনারা ১৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন। থ্রি এ এম PDF বিনামূল্যে সংগ্রহ করতে নিচে অনুসরণ করুন।