কম্পিউটার প্রোগ্রামিং
Trending

পাইথন প্রোগ্রামিং কি? পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল , বই এবং রিসোর্স

পাইথন প্রোগ্রামিং কি? পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল , বই এবং রিসোর্স

শিরোনাম পড়ে বুঝতে পারছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি।  আজকে আমরা আমরা কথা বলছি পাইথন প্রোগ্রামিং নিয়ে। এর আগেও আমরা জাভা এবং সি প্রোগ্রামিং এ কথা বলেছি এবং কিভাবে আপনার শিখতে পারবেন সহজে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি।  এবার আমরা চেষ্টা করব পাইথন প্রোগ্রামিং নিয়ে আপনাদের কে সহযোগিতা করার।  চলুন শুরু করা যাক।

পাইথন প্রোগ্রামিং কি?

পাইথন একটি  অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।  পাইথন  প্রোগ্রামিং  প্রথম প্রকাশ 1991 সালে। গুইডো ভ্যান রাসম মূলত পাইথন প্রোগ্রামটি তৈরি করেন। অনান্য প্রোগ্রামের তুলনায় এ সিনট্যাক্স ব্যবহার খুবই সহজ।

কেন প্রোগ্রামের নাম পাইথন? 

অনেকেই ভাবতে পারে না পাই তোর নামটি সাপ কে কেন্দ্র করে দেওয়া হয়েছে।  আসল  কিন্তু  তা  নয়। তৎকালীন সময়ে  অর্থাৎ  সত্তরের দশকের দিকে  পাইথন প্রোগ্রামিং এর প্রতিষ্ঠাতা  প্রতিষ্ঠা তার একটি  কমেডি সিরিজ এর অনেক ভক্ত ছিলেন।  সে  কমেডি সিরিজ এর নাম ছিল  মন্টি পাইথন ।  সেই আলোকে তিনি প্রোগ্রামের নাম রাখেন পাইথন।

পাইথন প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্যসমূহ

পাইথন প্রোগ্রামিং ভাষার অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে ।  তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো :

  •  ফ্রি এবং ওপেন সোর্স

একটি ফ্রি এবং ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । অর্থাৎ যে কেউ চাইলে এটি ব্যবহার করতে পারবে।  এছাড়া এখানে রয়েছে একটি বিশাল বড় কমিউনিটি।  যারা প্রতিনিয়ত চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে এবং প্রোগ্রাম নিয়ে কাজ করছে।

  • Portability

Portability অর্থাৎ বহনযোগ্যতা।  আপনি চাইলে পাইথন প্রোগ্রামিং টিকে একটি প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে নিতে পারবেন  এবং আপনি আপনার চাহিদামত কোন পরিবর্তন ছাড়াও এ প্রোগ্রামটিকে রান করতে পারবেন।  শুধুমাত্র পাইথন এনভারমেন্ট থাকতে হবে সেখানে।

  • ইন্টারপ্রেটেড ভাষা

অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে এটি না ,  প্রোগ্রাম ব্যবহার করা অত্যন্ত সহজ।  অন্যান্য প্রোগ্রামিংয়ে যেমন  মেমোরি মানেজমেন্ট,  পয়েন্ট,  গার্বেজ কালেকশন  সহ আরো নানা বিষয় নিয়ে চিন্তা করতে হয় , পাইথন প্রোগ্রামের তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।  কারণ, পাইথন প্রোগ্রামিং বিল্ট ইন ফাংশন গুলো দেওয়া আছে।

  • বড় লাইব্রেরি 

  পাইথন প্রোগ্রামিং এর লাইব্রেরী অনেক সমৃদ্ধ। এ লাইব্রেরি ব্যবহার করে আপনি সহজে কাজ পরিচালনা করতে পারবেন  কোন প্রকারেই ছাড়াই। যা অন্যান্য বারের তুলনায় পাইথনকে একধাপ এগিয়ে রেখেছে।

পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল 

পাইথন প্রোগ্রামিং শিখার জন্য বিভিন্ন ইউটিউব ভিডিও রয়েছে এবং আর্টিকেল ও বই রয়েছে।  আপনার চাইলে সেগুলো ফলো করতে পারেন। ইউটিউব ভিডিওর খেত্রে আপনার নিচের প্লে লিস্ট গুলো অনুসরণ করতে পারেন।  আমি আপনাদের সুবিধার্থে  বাংলা,  ইংরেজি  এবং  হিন্দি  ভাষায়  পাইথন  প্রোগ্রামিং  শেখা  তথ্যাদি দিচ্ছি ।  আপনার যে ভাষায় পারদর্শী সে ভিডিও গুলো ফলো করতে পারেন।

পাইথন প্রোগ্রামিং কোর্স বাংলা – 

পাইথন প্রোগ্রামিং এই বাংলা কোর্সটি পরিচালনা  আনিসুল  ইসলাম। আপনারা চাইলে পাইথন প্রোগ্রামিং করার জন্য উনার ভিডিও গুলো অনুসরণ করতে পারেন ।  আশাকরি বিকেলের লেভেলের তথ্যাদি আপনি এর মাধ্যমে জেনে যাবেন।  কোর্স দেখতে এখানে ক্লিক করুন। 

পাইথন প্রোগ্রামিং শেখার টিউটোরিয়াল  হিন্দি –

হিন্দি ভাষায় পাইথন প্রোগ্রামিং শিখার জন্য সেরা কয়েকজন প্রোগ্রামারের আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি।  আপনার যা ভালো লাগে তা অনুসরণ করতে পারেন।

হিন্দি ভাষায় প্রোগ্রামিং – ০১ 

হিন্দি ভাষায় প্রোগ্রামিং – ০২ 

হিন্দি ভাষায় প্রোগ্রামিং – ০৩ 

পাইথন প্রোগ্রামিং শেখার টিউটোরিয়াল  ইংরেজি –

পাইথন প্রোগ্রামিং শিখার জন্য একজন  বিগেনার হিসাবে   ইংরেজি ভাষায়  কোর্স করার জন্য  আমি Mosh  কে সাজেস্ট করব ।   উনার একটি ছয় ঘণ্টার ভিডিও আছে  আপনি চাইলে  ওই ভিডিওটি অনুসরণ করতে  পারেন। অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে।  ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। 

এছাড়াও পাইথন প্রোগ্রামিং শিখার জন্য  আপনি বাংলাদেশি কিছু কোর্স অনুসরণ করতে পারেন । সেখানে অনেক রিসোর্স দেওয়া   আছে  এবং বিস্তারিত সুন্দরভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে।  আশা করি সেগুলো আপনাদের কাজে দিবে।

বাংলা কোর্স -১ 

বাংলা কোর্স – ২

পাইথন প্রোগ্রামিং শিখার  বই 

পাইথন প্রোগ্রামিং শিখার জন্য নানান বই রয়েছে ।  আপনাদের সুবিধার্থে আমি কয়েকটি বই নিয়ে এসেছি।   আপনারা  চাইলে  বইগুলো অনুসরণ করতে পারেন।

পাইথন প্রোগ্রামিং শেখার বাংলা বই সমূহ  – ১

পাইথন প্রোগ্রামিং শেখার বাংলা সমূহ – ২

আজ এ পর্যন্তই।  আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি পাইথন সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার এবং আপনারা কিভাবে পাইথন প্রোগ্রামিং শিখবেন সেই বিষয়ে সর্বোচ্চ না দেওয়ার।  আমি যে বইগুলো এবং যে টিউটোরিয়ালগুলো দিয়েছি  আশা করি সেগুলো দিয়ে আপনারা সহজে পাইথন প্রোগ্রামিং আয়ত্ত করে নিতে পারবেন।  বেগিনার হিসেবে  ওগুলো যথেষ্ট হবে।  একটা কথাই বলবো আগে শুরু করুন।  এখন করবেন একদিন পরে করবেন এগুলো না বলে শুরু করাটাই উত্তম কাজ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button