কিশোর উপন্যাস
Trending

গাব্বু By মুহাম্মদ জাফর ইকবাল। Gabbu PDF by Mohammad Zafar Iqbal Book Review

গাব্বু By মুহাম্মদ জাফর ইকবাল। Gabbu PDF by Mohammad Zafar Iqbal Book Review

প্রিয় পাঠক-পাঠিকা সকলে কেমন আছে, আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের আপনাদের সঙ্গে Gabbu by Mohammad Zafar Iqbal এই বইটি নিয়ে আলোচনা কর। গাব্বু মুহাম্মদ জাফর ইকবাল স্যারের লিখিত একটি ‍কিশোর উপন্যাস। Mohammad Zafar Iqbal Gabbu বইটি রকমারি বেস্ট সেলার হিসেবে পুরস্কারও পেয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে বইটি সম্পর্কে কিভাবে সংগ্রহ এবং রিভিউ জানা যাক।

Gabbu by Mohammad Zafar Iqbal book review

গাব্বুর বয়স মাত্র 12 বছর কিন্তু এরই মধ্যে তার চুলের ডগা হতে শুরু করে পায়ের নখ পর্যন্ত সে পরিপূর্ণভাবে বৈজ্ঞানিক। আর এটা কোন বড় কোন সমস্যা হবার কথা না। কিন্তু সে যেহেতু প্রতি মুহূর্তেই কোন না কোন বৈজ্ঞানিক পরীক্ষা করে যাচ্ছে তাই তার বেশির ভাগ পরীক্ষার ধকলগুলো বাসার সকলকে সহ্য করা লাগছে। আর এই কারনেই বাসার সকলের ‘এক্সপেরিমেন্ট’ শব্দটির সঙ্গে  এক রকমের অ্যালার্জির মতো হয়ে গিয়েছে প্রায়।

আর তাই যখন গাব্বু তার বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের কথা সকলকে বুঝার চেষ্টা করে অন্যেরা অনেক সময়ই তার কথার গুরুত্ব গাব্বুর মতো করে কিছুতেই বুঝতে পারে না। আর এই বইয়ের বই থেকে গাব্বুকে নিয়ে আলোচনা করা হয়েছে।

আপনারা এই বইটি পড়লে এই বইয়ের গল্পটি সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন। তাই আর দেরি না করে বইটি এখনই আপনারা সংগ্রহ করে নিন আপনারা রকমারি কিংবা আপনার নিকটস্থ বইয়ের লাইব্রেরী থেকে বইটি সংগ্রহ করে নিতে পারেন। Gabbu by Mohammad Zafar Iqbal এই বইটি আপনারা 200 টাকার মধ্যে কিনতে পারবেন।

gabbu pdf download

বইটি সম্পর্কে :

  • বইয়ের নাম : গাব্বু
  • লেখক : মুহাম্মদ জাফর ইকবাল
  • ধরণ : কিশোর উপন্যাস
  • ভাষা : বাংলা

বইটি কোথা থেকে সংগ্রহ করবেন?

আশা করি আমাদের আজকের লেখাটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর এইরকম আর বিভিন্ন বইয়ের রিভিউ পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন।  গাব্বু PDF বিনামূল্যে সংগ্রহ করতে এখানে অনুসরণ করুন এবং রকমারি হতে সংগ্রহ করতে এখানে অনুসরণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button