
দীপু নাম্বার টু By মুহম্মদ জাফর ইকবাল | Dipu Number Two PDF & Review
প্রিয় পাঠক-পাঠিকা সকলে কেমন আছেন, আশা করি সকলেই ভাল আছেন। আমাদের আজকের আর্টিকেলে আপনাদের সাথে মুহম্মদ জাফর ইকবাল এর লেখা দীপু নাম্বার টু বইটি নিয়ে আলোচনা করব। মুহম্মদ জাফর ইকবাল স্যারের লিখিত অনেক গুলো কিশোর উপন্যাসের মধ্যে Dipu Number Two অন্যতম। Dipu Number Two PDF সংগ্রহ এবং বইটি সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পডুন।
দীপু নাম্বার টু বই রিভিউ
জাফর ইকবাল স্যার খুব সুন্দর ভাবে এই বইটির মধ্যে উপস্থাপন করেছেন শৈশব এবং কৈশোরের জীবননীতি সম্পর্কে। আর এই কিশোর উপন্যাসের প্রধান চরিত্রটি হল দিপু। দিপুর বাবা হল সরকারি চাকরিজীবী আর যার জন্য তাকে প্রতিবছর একটা না একটা জায়গায় যাওয়া লাগে, অর্থাৎ তাকে বদলি হওয়া লাগে। কিন্তু একটা সমস্যা আছে যে তার একটা জায়গাতে ৩ থেকে ৪ মাসের বেশি সময় ভালো লাগে না।
দিপুর বাবা দিপুর পড়াশোনাতে যাতে ক্ষতি না হয় সেজন্য সে যে জায়গায় যাই সেখানে এক বছরের জন্য থাকে। আর এতে করে দিব অন্য জায়গায় যদি যায় তাহলে সে নতুন করে অন্য ক্লাসে ভর্তি হতে পারে, পরবর্তীতে সে খুব সহজে ভর্তি হতে পারে। ঠিক প্রত্যেক বছরের মতো এবার ও দিপুর বাবার পোস্টিং হয়েছে রাঙ্গামাটি জেলায়। আর দিপু রাঙ্গামাটির একটা স্কুলে ভর্তি হয়েছে ক্লাশ এইটে। ক্লাসের প্রথম দিনই দিপু ক্লাসে একটু লেট করে ফেলেছিল, যার কারনে দিপু ক্লাস শিক্ষকের কাছে অনুমতি চাওয়ার পরেও তাকে অনুমতি দেওয়া হয়নি।
কিন্তু দিপু প্রতিবাদ করে স্যারের সাথে বলেছে যে স্যার আমাকে আপনি আসতে না দিলেও আমাকে আসতে হবে ক্লাসে, আর তার একটাই কারণ তা হলো আমি ক্লাসে পড়াশোনা করি। স্যার এবং বাকি সকলে হেসে দিল এবং স্যার বললো যে আমি তো জানি তুমি এই ক্লাসে পড়ো।
কিন্তু সমস্যা হল তুমি যে দেরি করে ফেলেছি। আর স্যারের এই রকমের ব্যবহারের কারণ হলো তিনি দিপুর সঙ্গে মজা করতেছেন। আর দিপু যে এই রকমের একটা মজার সম্মুখীন হবে এটা দিপু কোনদিনও ভাবতেও পারিনি। অবশেষে স্যার দিপুকে এর ভিতরে আসতে বলে এবং 5 মিনিট সবার সামনে উপস্থিত বক্তব্য দেওয়ার জন্য বলে। আর এটা শোনার পরে দীপন একটা আশ্চর্য হল কারণ প্রথম দিনে এসেই তাকে সকল অপরিচিত মানুষদের সামনে কিভাবে বক্তব্য দিবেন সেটাই চিন্তায় পড়ে গেল এবং তিনি কোন বিষয় বা কোন টপিক এর উপরে বক্তব্য দিবেন সেটাই বুঝতে পারছিলেন না।
যার ফলে দিপু অনেক আতঙ্কিত হল এবং ভয় পেয়ে গেল। আর তারপরে স্যার বলল যে আমি আছি কোন সমস্যা নেই ভয় পাওয়ার কোন কারণ নেই। বাকি কাহিনী আপনারা বইটি পড়লে জানতে পারবেন তাই আপনারা যদি সম্পূর্ণ কাহিনীটি জানতে চান তাহলে অবশ্যই আপনি বইটি আপনার নিকটস্থ বইয়ের লাইব্রেরী
কিংবা অনলাইনের মাধ্যমে রকমারি থেকে অর্ডার করে বইটি সংগ্রহ করে নিতে পারেন।
“দীপু নাম্বার টু” বাংলাদেশের কিশোর সাহিত্য জগতের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র বলা চলে। বই ও সিনেমা দুইটিই এক অন্যতম আবেগের বিষয়। আমাদের সকলের সোনালি শৈশবের একটি অন্যতম অংশ জুড়ে আছে জাফর ইকবাল স্যারের এই অনবদ্য সৃষ্টি। “দীপু নাম্বার টু” হাজার হাজার বছর ধরে বেঁচে থাকুক আমাদের দেশের সকল তরুণ সমাজের মাঝে।
পরিশেষে,
আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং দীপু নাম্বার টু বইটি কি দিয়ে লেখা কোন বিষয়ের উপরে লেখা কোথা থেকে কিনবেন সে সম্পর্কে জানতে পারলেন।
আর আপনি যদি এই বইয়ের পুরো কাহিনী জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে বইটি সংগ্রহ করে নিতে হবে। এই বইটি আপনারা 130 টাকার মধ্যে পেয়ে যাবেন।
আমাদের আজকের লেখাটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন তাহলে তারাও এই বইটি সম্পর্কে জানতে পারবে। আর এই রকমের বিভিন্ন বইয়ের রিভিউ পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন। বইটির হার্ডকাভার সংগ্রহ করতে এখানে অনুসরণ করুন এবং পিডিএফ সংগ্রহ করতে এখানে অনুসরণ করুন।